চীনের সাবে বিচারমন্ত্রী ফু ঝেংগৌকে ঘুষ গ্রহণের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি নিজেই বেশ কয়েকটি দুর্নীতি অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
এই মন্ত্রী ১১৭ মিলিয়ন ইউয়ান ঘুষ ও উপহার গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
চীনা মিডিয়া জানিয়েছে, ফু মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়েছেন। বিপরীতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বিচার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ফু। এর আগে তিনি চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ডেপুটি সহকারীর কাজ করতেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল