২৮ সেপ্টেম্বর, ২০২২ ০৯:০২

ইতালিতে মধ্য ডানপন্থীদের জয়, চিন্তিত অভিবাসীরা

এমডি রিয়াজ হোসেন, ইতালি

ইতালিতে মধ্য ডানপন্থীদের জয়, চিন্তিত অভিবাসীরা

মধ্য ডানপন্থীরাই সরকার গঠন করছে ইতালিতে। চরম বর্ণবাদী মুসোলিনির পর এই প্রথম ডানপন্থীরা বিপুল ভোটে বিজয় অর্জনে জর্জিয়া মেলোনিই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। 

ডানপন্থীদের সরকার গঠনের সংবাদে প্রবাসী বাংলাদেশিরা শঙ্কিত।

ইতালিতে পরবর্তী সরকার গঠনের জন্য প্রস্তুত ডানপন্থী জোট। ফ্রাতেল্ল‌ দি ইতালিয়া নেত্রী জর্জিয়া মেলোনি হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। ডানপন্থী জোট শতকরা ৪৪ দশমিক দুই ভাগ ভোট পেয়েছে। অপরদিকে বামপন্থী জোট পেয়েছে মাত্র ২৬ দশমিক ১ ভাগ ভোট। 

ইতালির পার্লামেন্টের নিম্ন কক্ষ সংসদ এবং উচ্চকক্ষ সিনেটেও‌ ডানপন্থী জোটের আধিপত্য রয়েছে। ডানপন্থীরা বরাবরই প্রবাসী অভিবাসী বিরোধী। আর এ কারণে তাদের সরকার গঠনের সংবাদে ইতালী প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই শংকিত।

গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের পর ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি ইতালীয়দের স্বার্থ রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর আশায় দিয়েছেন। তাদের শরিক লেগা নর্দের প্রধান মাত্তেও সালভিনি আগামী পাঁচ বছর মেলোনির সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দেশটির রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে সরকার গঠনের আহ্বান জানালে বাকি প্রক্রিয়া শেষ হবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর