২৮ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪২

কোয়ালিফায়ারে ব্যর্থ সাকিব, গায়ানার বড় হার

অনলাইন ডেস্ক

কোয়ালিফায়ারে ব্যর্থ সাকিব, গায়ানার বড় হার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শেষ দুই ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে সাকিব গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে এনে দিয়েছিলেন কোয়ালিফায়ারের টিকিট। 

ধারণা করা হচ্ছিল কোয়ালিফায়ারের ম্যাচেও ফর্মের ধারাবাহিতা রাখবেন সাকিব। কিন্তু ভক্তদের হতাশ করলেন। ব্যাটে ও বলে দুক্ষেত্রেই তেমন কিছু করে দেখাতে পারলেন না তিনি। বল হাতে একটি উইকেট নেওয়ার পর বড় লক্ষ্য তাড়ায় আউট হলেন মাত্র ১ রান করে। 

মঙ্গলবার সিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সাকিবের গায়ানাকে ৮৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বারবাডোজ রয়্যালস। কর্নওয়াল ও আজম খানের বিধ্বংসী ইনিংসে দলটি ১৯৫ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে স্রেফ ১০৮ রানেই থেমে যায় সাকিবের দল।

এই ম্যাচে হারলেও এখনো ফাইনালে ওঠার সুযোগ থাকছে গায়নার। পরবর্তী ম্যাচ জিতলেই ফাইনালের মঞ্চে পৌঁছাবে সাকিবের দল। 

দলের হয়ে ৩ ওভারে ২২ রান খরচায় রাকিম কর্নওয়ালের উইকেট নেন সাকিব। ব্যাট হাতে তিনি মাত্র ২ বল খেলে করেন ১ রান। আগের দুই ম্যাচে যদিও বাংলাদেশি এই অধিনায়ক ছিলেন দুর্দান্ত। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তিনি ২৫ বলে ৩৫ রানের ক্যামিওর পর বল হাতে নেন ৩ উইকেট। পরের ম্যাচে বারবাডোজের বিপক্ষে ২.৩ ওভারে ১২ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস।

 এলিমিনেটরে জ্যামাইকা তালাওয়াহস ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে উঠার সুযোগ রয়েছে তাদের। সে ম্যাচে সাকিব ফের জ্বলে উঠবেন সেই প্রত্যাশা আর অপেক্ষায় প্রহর গুণবে বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর