পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একাধিক অডিও ফাঁসের তিনদিন যেতে না যেতে এবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, সর্বশেষ ফাঁসকৃত অডিওটিতে ইমরান খান ও তার সাবেক মুখ্য সচিব আযম খানের মধ্যে কথোপকথন রয়েছে। এতে দু’জনকে বিদেশি ষড়যন্ত্র নিয়ে কথা বলতে শোনা গেছে।
ফাঁস হওয়া অডিওতে ইমরান খানকে বলতে শোনা যায়– ‘আমাদেরকে এটা (গোপন সংকেত) নিয়ে কাজ করতে হবে। আমরা কোনো দেশের নাম (যুক্তরাষ্ট্রের) বলব না। তবে আমাদেরকে এটা ধরতে হবে। নতুন যে জিনিস সামনে আসবে সেটা হলো চিঠি।
উল্লেখ্য, অনাস্থা ভোটের আগে ইমরান খান দাবি করেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। তার সরকারকে ‘হুমকি দেওয়া হয়েছে’ এমন একটি চিঠি পাওয়ার দাবি করেন তিনি।
ফাঁসকৃত অডিওতে অপরব্যক্তিকে (ইমরান খানের মুখ্যসচিব) ইমরান খানে হুমকি সংবলিত চিঠি নিয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকের পরামর্শ দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল