সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। এরপর দেশটির রাজধানী আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ‘পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা‘র হালনাগাদ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগগুলোকে (হোটেল ও ইভেন্টস) এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিন পাস সিস্টেম প্রয়োগ করতে হবে। অর্থাৎ দেশটির করোনা অ্যাপের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। যারা করোনার টিকা নিয়েছে এবং টিকা নেওয়ার আওতামুক্ত তাদের ৩০ দিনের গ্রিন পাস থাকবে, আর যারা টিকা নেয়নি তাদের মেয়াদ ৭ দিন।
ভবনের ভেতর এবং বাইরে ফেস মাস্ক পরিধান এখন ঐচ্ছিক (বাধ্যতামূলক নয়)। তবে যারা খাদ্য নিয়ে কাজ করে, সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তি, করোনা পজেটিভ এবং বয়স্কদের মাস্ক পরা বাধ্যতামূলক। এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা আবুধাবির পরিদর্শকরা চেক করবেন বলেও জানানো হয়েছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত মেডিকেল স্থাপনা, মসদিজ এবং গণ পরিবহন ছাড়া বাকি সব জায়গায় মাস্ক পরিধানের বাধ্যবাধকতা তুলে দিয়েছে। এছাড়া করোনা পজেটিভদের আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে পাঁচদিন করা হয়েছে। একইসঙ্গে মসজিদে সামাজিক দূরত্ব পালন বাতিল এবং গ্রিন পাসের মেয়াদ ৩০ দিন করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল