ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত রাশিয়া অভিযান অব্যাহত রাখবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র এই মন্তব্য করেছেন।
সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গণপ্রজাতন্ত্র দোনেতস্ক স্বাধীনের আগ পর্যন্ত রাশিয়া আক্রমণ চলমান রাখবে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে দেশটির সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করে। তাদের লক্ষ্য ছিল- রাজধানী কিয়েভ দখল করা, জেলেনস্কি সরকারকে ক্ষমতাচ্যুত করা।
কিন্তু ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা সহায়তায় রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ফলে পিছু হটতে বাধ্য হয় রাশিয়া। এই পরিস্থিতিতে পরিকল্পনা পরিবর্তন করে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক, দোনেতস্কে মনোনিবেশ করে মস্কো।
সম্প্রতি লুহানস্ক, দোনেতস্কসহ চার অঞ্চলে রুশ সেনাবাহিনী গণভোট আয়োজন করেছে। এই গণভোটের লক্ষ্য- ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চলগুলো রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা। সূত্র: আলজাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল