রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির লুহানস্ক প্রজাতন্ত্রের নেতা তাদের অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার অনুরোধ জানিয়েছেন। গতকাল শেষ হওয়া গণভোটে অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
লুহানস্কের প্রধান লিওনিদ পাশেশ্চিনিক টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, ‘গণভোটে এ অঞ্চলের মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। গণভোটের জনরায় আমলে নিয়ে লুহানস্ক প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনের আওতায় রাশিয়ার একটি অংশ করে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে আপনাকে (প্রেসিডেন্ট পুতিন) আহ্বান জানাচ্ছি।’
রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলে গত শুক্রবার গণভোট শুরু হয়ে শেষ হয়েছে মঙ্গলবার। গণভোটে অঞ্চলগুলোর অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে রুশ গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে।
তবে ফল কী হবে ক্রেমলিন তা আগে ঠিক করে রেখেছে বলে দাবি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। শুরু থেকে তারা এ ভোটকে ‘প্রতারণা’ আখ্যা দিয়েছে। সূত্র: সিএনএন