২৯ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৯

ইউক্রেনে যুদ্ধ কেন জানালেন পুতিন

অনলাইন ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ কেন জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ প্রতিপাদ্যে আক্রমণ শুরু করে রাশিয়া। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরুর নির্দেশ প্রদানের বক্তব্যে পুতিন বলেছিলেন, ‘বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত’ করতে তাদের অভিযান। তার ভাষায়– ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সরকার নাৎসি সরকার।

যুদ্ধের সাত মাসে এসে ফের  ইউক্রেনে আক্রমণের কারণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের কারণেই ইউক্রেনে যুদ্ধ। উল্লেখ্য, ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

বৃহস্পতিবার সোভিয়েতভুক্ত সাবেক দেশগুলোর গোয়েন্দাদের সঙ্গে এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের সীমান্তে যা ঘটছে, তা ভাবার জন্য যথেষ্ঠ যে, এগুলো কারণ সোভিয়েত ইউনিয়নের পতন।

উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ ছাড়াও সম্প্রতি সাবেক সোভিয়েতভুক্ত দেশ আজারবাইজান-আর্মেনিয়া, কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ১৫টি নতুন রাষ্ট্র সৃষ্টি হয়। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর