শিরোনাম
২ অক্টোবর, ২০২২ ২২:২৯

রাশিয়া-ইউক্রেন সঙ্কট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : পোপ

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন সঙ্কট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : পোপ

ফাইল ছবি

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে যুদ্ধবিরতির অনুরোধ জানালেন খ্রিস্টধর্মের শীর্ষ ব্যক্তিত্ব পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন সঙ্কট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।’ আজ রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে তিনি এ কথা বলেছেন।

সিএনএনের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। পোপ ফ্রান্সিস আরও বলেন, এবার বন্ধ করা হোক নৃশংস হামলা এবং মৃত্যুর এই অভিযান। পাশাপাশি, পরমাণু যুদ্ধের যে ‘অযৌক্তিক’ ঝুঁকি রাশিয়া তৈরি করেছে, তাতে অবিলম্বে ইতি টানার কথা বলেছেন পোপ ফ্রান্সিস ৷

তবে, শুধু রাশিয়া বা ইউক্রেনের প্রেসিডেন্ট নন। পোপ বিশ্বের শক্তিধর সকল দেশের রাষ্ট্রনেতাদের সবরকম কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করে এই বিধ্বংসী যুদ্ধকে বন্ধ করার বার্তা পাঠিয়েছেন। ইউক্রেনের প্রতি উৎসর্গীকৃত ভাষণে ফ্রান্সিস ইউক্রেনের কয়েকটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্ত করায় প্রেসিডেন্ট পুতিনের নিন্দা করেছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি ও সিএনএন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর