শেষ হয়েছে সৌদি আরব ও ইয়েমেন মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ। নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত না হয়নি দেশটি। ফলে যেকোনও সময় নতুন সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এই হতাশা ব্যক্ত করেন।
স্টিফেন ডুজারিক বলেন, “দুইপক্ষ নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়নি, তবে এখনও আলোচনা শেষ হয়ে যায়নি। দুইপক্ষ এখনও আলোচনা চালাচ্ছে যাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায় এবং এ ব্যাপারে মধ্যস্থতা করছেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রান্ডবার্গ।”
ইয়েমেন এবং সৌদি আরব- দু পক্ষকেই যেকোনও ধরনের উসকানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক।
তিনি বলেন, সামান্য উসকানি থেকেই বড় রকমের সহিংসতা শুরু হতে পারে অথচ দু’পক্ষই শান্তি চায়।
ডুজারিক আরও বলেন, “যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর কারণে জাতিসংঘ হতাশ হলেও আমরা বিশ্বাস করি যে, এখানেই রাস্তার শেষসীমা নয়ম বরং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সামনে আরও সময় রয়েছে।”
গত এপ্রিল মাসে সর্বপ্রথম জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়, যার মেয়াদ জুন মাসে দ্বিতীয় দফায় বাড়ানো হয়। সর্বশেষ যুদ্ধবিরতির মেয়াদ গত রবিবার শেষ হয়ে গেছে। এখন যদি দ্রুতই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো না যায় তাহলে যেকোনও সময় সংঘাত শুরু হতে পারে যার প্রধান শিকার হবে দুইপক্ষের সাধারণ মানুষ। সূত্র: ওয়াশিংটন পোস্ট, ইউএসনিউজ, ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/কালাম