উত্তর কোরিয়াকে জবাব দিতে গিয়ে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যদিও সঙ্গে সঙ্গে তারা বিষয়টি স্বীকার করেনি।
ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই বিধ্বস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় উপকূলীয় শহর গাংনিউংয়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং রাতভর আগুন দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোরে উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তার জবাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দক্ষিণ কোরিয়া। তার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরই বিধ্বস্ত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা