বিশ্ব মানব কল্যাণে মৌলিক অবদানের ওপর শ্রেষ্ঠদের নোবেল প্রাইজ দেওয়া হয়। চলতি বছরের নোবেল পুরস্কারে ঘোষণা চলছে। গতকাল পর্যন্ত চিকিৎসা এবং পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী শুক্রবার নোবেল শান্তি পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পর্যবেক্ষকরা বলছেন, নোবেল কমিটি ইউক্রেন যুদ্ধ নিয়ে সতর্কতা উচ্চারণ করতে পারে।
নরওয়ের অসলোভিত্তিক পিস রিসার্স ইনস্টিটিউটের পরিচালক হেনরিক উরদাল বলেছেন, বেলারুশের বিরোধীনেতা সাভিতলানা তিখানোভস্কয়া এবং কারান্তরীণ পুতিনের সমালোচক অ্যালেস্কি নাভালনি যৌথভাবে মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য।
হেনরিক উরদাল বলেন, ‘নিজ নিজ দেশে তারা অহিংসভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। উভয়েই ইউক্রেন যুদ্ধের কঠোর বিরোধী।’
তবে এ বছর কে বা কারা নোবেল শান্তি পুরস্কার পাবেন, তার জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল