তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান নিয়ে ‘হস্তক্ষেপমূলক মন্তব্য’ করেছে অভিযোগে তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্বিম ইউরোপ বিষয়ক দপ্তরের পরিচালক বলেছেন, যুক্তরাজ্যের একপাক্ষিক বিবৃতিতে ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে দাঙ্গাবাজ সন্ত্রাসীদের সক্রিয় দৃশ্যপট রয়েছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে লন্ডন ‘মিথ্যা এবং উসকানিমূলক’ মন্তব্য করেছে।
এর আগে সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনে নিযুক্ত ইরানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে। ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে অভিযোগে যুক্তরাজ্য এই পদক্ষেপ নেয়।
তেহরানের কর্মকর্তারা বলেছেন, ব্রিটেনের যেকোনো অস্বাভাবিক কর্মকাণ্ডের জবাব দিতে তেহরান সম্ভাব্য অপশন বিবেচনা করবে। গত ১৬ সেপ্টেম্বর তেহরানে ২২ বছর বয়সী তরুণী মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনী সহিংস পন্থা বেছে নিয়েছে বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর। সূত্র:আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল