ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সামরিক ও রাজনৈতিক নেতাদের বিচারে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠনের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে প্যারিসের এক সম্মেলনে বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট এই দাবি জানান। তিনি বলেন, যাদের সিদ্ধান্তে আক্রমণ শুরু হয়েছিল তাদেরকে অবশ্যই ন্যায়বিচারের মুখোমুখি করতে হবে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার দখলদাররা যে অপকর্মে মনোযোগ দিয়েছে, যারা প্রকৃত অপরাধ করেছে; তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বকে দায়বদ্ধ করার মতো এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই উল্লেখ করে জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক আদালতসহ বিশ্বের যেসব প্রতিষ্ঠান যাদের বিচার করতে পারবে না, এই বিশেষ আদালত তাদের বিচার করবে।
ইউক্রেনে রুশ সেনাদের করা অপরাধ তদন্তের জন্য ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’কে (আইসিসি) ধন্যবাদ প্রদান করেন জেলেনস্কি। সংস্থাটির প্রতি রাশিয়ার সশস্ত্র আক্রমণের ন্যায্য জবাব দেওয়ারও আহ্বান জানান তিনি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল