বরখাস্ত পুলিশ কর্মকর্তার হামলায় থাইল্যান্ডে কমপক্ষে ৩১ জন প্রাণ হারিয়েছেন। হামলার কারণ এখনো জানা যায়নি। থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লম্ফু এলাকার শিশুদের প্রি-স্কুল ডে-কেয়ার সেন্টারে এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২০টিরও বেশি শিশু রয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তা গত বছর মাদক সংক্রান্ত অপরাধের কারণে বরখাস্ত হন। হামলার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, হতাহতের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছেন। হামলাকারীর গুলি ও ছুরিকাঘাতে হতাহতের ঘটনা ঘটে।
থাইল্যান্ডে নির্বিচারে গুলির ঘটনা খুবই বিরল। এর আগে ২০২০ সালে থাইল্যান্ডের নাখোঁ রাতচাসিমা এক সৈনিকের গুলিতে ২১ জন প্রাণ হারিয়েছিলেন। ওই হামলায় বেশ কয়েকজন আহত হন।