বছর খানেক আগে মাদক নেওয়ার অপরাধে বরখাস্ত হয়েছিল থাইল্যান্ডের ডে কেয়ারে হামলা চালানো সাবেক পুলিশ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার তার সেই মাদক মামলায় আদালতে শুনানি ছিল।
পুলিশ জানায়, নার্সারি স্কুলটিতে পৌঁছে নিজের সন্তানকে দেখতে না পেয়ে ক্ষেপে যায় হামলাকারী। এরপর সে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ডে কেয়ারে হামলা পর সে তার গাড়িটি একটি ভিড়ের ওপর উঠিয়ে দেয়। সেখানেও কয়েকজন আহত হয়েছে।
এরপর সেই বন্দুকধারী বাসায় ফিরে যায় এবং নিজের সন্তান ও স্ত্রীকে হত্যা করে। তারপর নিজেও আত্মহত্যা করেছে।
এই হামলায় হতাহতদের অনেকেই শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় হামলাকারীর কাছে শটগান, পিস্তল ও ছুরি ছিল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল