৬ অক্টোবর, ২০২২ ২০:৩৬

যুদ্ধক্ষেত্রে নাজুক পরিস্থিতির জন্য কমান্ডারদের দায় দেখছেন খেরসনের নেতা

অনলাইন ডেস্ক

যুদ্ধক্ষেত্রে নাজুক পরিস্থিতির জন্য কমান্ডারদের দায় দেখছেন খেরসনের নেতা

খেরসনের উপপ্রধান কিরিল স্ট্রিমোসভ

রুশ অধিকৃত খেরসনে পুতিনের নিয়োগকৃত উপপ্রধান বলেছেন, অযোগ্য কমান্ডারদের জন্যই যুদ্ধক্ষেত্রে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক ভিডিও বার্তায় খেরসনের উপপ্রধান কিরিল স্ট্রিমোসভ বলেন, ‘অসন্তোষজনক এই পরিস্থিতির জন্য রুশ ফেডারেশনের সমগ্র প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দায়ী করবার কারণ নেই। কিছু…. আমি বিশ্বাসঘাতক বলব না, অযোগ্য কমান্ডার দায়ী। তারা গুরুত্ব দেয়নি।

অনেকে এই ঘটনার জন্য রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগুকে দায়ী করে তাকে ‘আত্মহত্যা’ করতে বলছেন উল্লেখ করে তিনি বলেন, কমান্ডকারী নেতা অনেকের কাছে অপরিচিত। রুশ প্রতিরক্ষা বাহিনীতে কিছু দুর্নীতিপরায়ণ থাকলেও ফ্রন্টলাইনে ‘হিরোরা’ রয়েছে। আমি যেহেতু ফ্রন্টলাইনে আছি, তাদের চিনি।

উল্লেখ্য, গতমাসে ইউক্রেনের সেনাবাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এতে ইউক্রেনের কাছ থেকে দখল করা বেশ কয়েকটি অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয় রুশবাহিনী।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর