আগাম নির্বাচনের দাবিতে শুরু হওয়া লং মার্চে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই ঘটনায় বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিবৃতিতে বলেছে, পাঞ্জাবের গুজরানওয়ালার কাছে পিটিআইয়ের লং মার্চে গুলির ঘটনা তীব্র নিন্দনীয়। সেনাবাহিনীর মিডিয়া উইং গুলিতে নিহতের প্রতি আন্তরিক প্রার্থনা এবং ইমরান খানসহ আহত সকলের সুস্থতা কামনা করেছে।
গত জুলাইয়ে ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। এই ঘটনায় পিটিআই প্রধান ইমরান খান যুক্তরাষ্ট্রকে দায়ী করার পাশাপাশি দেশটির সেনাবাহিনীর দিকেও অভিযোগের আঙুল তোলেন।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ইমরান খানের সঙ্গে দেশটির শক্তিশালী সেনাবাহিনীর এক ধরনের শীতল সম্পর্ক বিরাজ করছে। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল