যুক্তরাষ্ট্রে সংসদের উচ্চকক্ষ সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরও কাছাকাছি চলে এসেছে ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টি। আরিজোনায় তারা জিততে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। সিবিএসের বিশ্লেষণ অনুযায়ী, আরিজোনায় রিপাবলিকান প্রার্থী ব্লেক মাস্টার্সকে নিশ্চিতভাবে হারিয়েছেন ডেমোক্রেট প্রার্থী মার্ক কেলি।
গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। আরিজোনায় জয় নিশ্চিত হওয়ার ফলে ১০০ আসনের সিনেটে ৪৯টি আসন এখন ডেমোক্রেটদের দখলে। অন্যদিকে, ৪৯ আসনের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছেন রিপাবলিকানরা। নেভাদা ও জর্জিয়ার ফলাফলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নেভাদায় দুই প্রার্থীই সমানে সমান লড়ছেন। এদিকে, জর্জিয়ায় প্রার্থীদের ভাগ্য আগামী মাসে আরেক দফা নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা