এবার রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের একটি দেয়ালে গ্রাফিতি এঁকেছে বাঙ্কসি। জনসম্মুখে না আসা বাঙ্কসি নিজেই ইন্সটাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন।
যে ছবিতে দেখা যায় ধ্বংসস্তুপের মাঝেই জিমন্যাস্টিক ভঙ্গিতে আছেন এক নারী।
ইউক্রেনের নানা জায়গাতেই বাঙ্কসির এই চিত্রকর্ম দেখা গেছে। যদিও সব চিত্রকর্মকে আনুষ্ঠানিকভাবে বাঙ্কসি তার নিজের বলে দাবি করেননি।
বাঙ্কসি কী একজন শিল্পী নাকি এই নামের আড়ালে লুকিয়ে আছে একটা গোষ্ঠী। যারা সব অন্যায়ের প্রতিবাদ করেন। তা এখনো পরিষ্কার নয়। তবে বাঙ্কসি সব সময় অন্যায়ের মধ্যে প্রতিবাদ করে আসছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল