খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর ইউক্রেনীয় সেনারা অঞ্চলটিতে প্রবেশ করেছে। ইউক্রেনের নাগরিকরা এই সফলতা উদযাপন করছেন।আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই ঘটনাকে ইউক্রেনের সেনাদের বিগত ৯ মাসে সর্বোচ্চ অর্জন বলে অভিহিত করেছে।
এদিকে শনিবার রাত্রীকালীন দেওয়া এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খেরসনের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলেছেন রুশ সেনাদের বিরুদ্ধে। তিনি বলেন, দখলদার রুশ সেনারা পালিয়ে যাওয়ার আগে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করে গেছে। তবে স্থানীয় বাসিন্দারা শহরটি স্থিতিশীল করার কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের সব জায়গায় রাশিয়ার একটাই লক্ষ্য; ইউক্রেনের নাগরিকদের অপদস্থ করা। ইউক্রেনীয়দের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখুন। সবকিছু পুনরুদ্ধার করা হবে।’
উল্লেখ্য, শুক্রবার রাশিয়ার সকল সেনা ইউক্রেনের খেরসন থেকে প্রত্যাহার করা হয়। সেপ্টেম্বরে ইউক্রেনের এই অঞ্চলসহ মোট চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছিলেন পুতিন। কিন্তু রুশ সেনারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না।
বিডিপ্রতিদিন/কবিরুল