একজন স্বেচ্ছাসেবী প্যারামিলিটারি (বাসজি মিলিটারি ফোর্স) সদস্যকে হত্যার জন্য ১১ জনকে অভিযুক্ত করেছে ইরানের আদালত। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে।
ইরনার খবরে বলা হয়েছে, ১০ জন পুরুষ ও একজন নারীকে দেশের পরিবেশ কলুষিত (করাপশন অন আর্থ) করার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। ইরানে এই ধরনের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
গত ৩ নভেম্বর কাস্পিয়ান সাগরের উপকূলীয় শহর বাবলসারে প্যারামিলিটারি বাহিনীর ঘাঁটিতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে ১ জন প্যারামিলিটারি সদস্য নিহত হন।
সেপ্টেম্বরে মাসা আমিনি নামে এক কুর্দি তরুণীর মৃত্যুর জেরে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ নিয়ন্ত্রণ করা ইসলামিক রিপাবলিক অব ইরানের পক্ষে ব্যাপক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৩৩৬ জন নিহত হয়েছে। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল