সের্হি মেলনিকভ, বুধবার ভোর ৫টায় তার ঘরের বাইরে শব্দ শুনতে পান। তার ঘরের বিপরীতেই ছিল রাশিয়ান সৈন্যরা। তারা খেরসনের মাইলভ গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য গোছগাছ করছিল।
দীর্ঘ আট মাস ধরে ইউক্রেনের দক্ষিণ খেরসনের এই অঞ্চলের গ্রামটি দখল করে রেখেছিল রুশ সেনারা।
রুশ সৈন্যরা খেরসন ছেড়ে যাওয়ার পর গ্রামটিতে প্রথম কোনো গণমাধ্যমকর্মী পোঁছান বৃহস্পতিবার। সের্হি মেলনিকভ গণমাধ্যমকে বলেছেন, ‘ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এখানে চিরকাল থাকবে। শেষ পর্যন্ত তারা পাঁচ মিনিটের মধ্যে চলে গেল এবং ছাগলের মতো পালিয়ে গেল,।
তিনি যোগ করেন, “পুতিন আমাদের হত্যা করতে চেয়েছিলেন। তিনি তার নিজের দেশকে শেষ পর্যন্ত ধ্বংস করেছেন। খেরসন থেকে রাশিয়ার পশ্চাদপসরণ একটি বিশাল ব্যর্থতা।’
যেখানে রাশিয়ান সৈন্যরা ছিলেন সেখানটায় মেলনিকভ দেখালেন- চায়না কফির কাপ, সিগারেটের বাট ও একটি কাঁচের জার রেখে গেছেন সৈন্যরা। আবর্জনা চারপাশে ছড়িয়ে আছে।
সূত্র : দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ