তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জনপ্রিয় স্থান ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ একটি বিস্ফোরণে ঘটনাটি ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া টুইটারে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিকেলে বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।’ এছাড়া হতাহতের কথা বললেও কতজন মারা গেছেন বা আহত হয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য দেননি এই গর্ভনর।
ঘটনাস্থলের অন্য এক ভিডিওতে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ও পুলিশ দেখা গেছে। বিস্ফোরণের জায়গাটি পর্যটক এবং স্থানীয়দের কাছে জনপ্রিয় একটি জনাকীর্ণ রাস্তা। সেখানে দোকান ও রেস্তোরাঁ রয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলেছেন, দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
সূত্র : বিবিসি ও আলজাজিরা।
বিডি-প্রতিদিন/শফিক