জি-২০ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে মিনস্ক-৩ বলে কিছু হবে না। এ কথার মাধ্যমে জেলেনস্কি মূলত রাশিয়ার সঙ্গে তার দেশের ‘অনর্থক চুক্তি’র প্রতি অনাগ্রহ প্রকাশ করেছে।
রাশিয়া জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন শান্তি আলোচনায় বসতে চায় না। জেলেনস্কির বক্তব্য যার প্রমাণ।
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া নিয়ে ২০১৪ এবং ২০১৫ সালে দুইটি যুদ্ধবিরতি চুক্তি হয় ইউক্রেনের। কিন্তু সেগুলোর পরেও চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া।এর রেফারেন্সে জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে তৃতীয় মিনস্ক চুক্তি করবেন না। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল