বিশ্ব জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। জাতিসংঘের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০৩০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৮৫০ কোটি, ২০৫০ সালে ৯৭০ কোটি এবং ২১০০ সালে বিশ্বের জনসংখ্যা ১ হাজার ৪০ কোটিতে পৌঁছাবে।
আরও একটি চমকপ্রদ খবর দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির দেওয়া তথ্য মতে ২০২৩ সালেই ভারত জনসংখ্যার হিসেবে চিনকে ছাড়িয়ে যাবে।
প্রকাশিত রিপোর্ট থেকে দেখা গিয়েছে ২০২৩ সালের নিরিখে জনসংখ্যার দিক থেকে চিনকে ছাপিয়ে যাবে ভারত।
জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএ বলেছে, ‘ভারত ৮০০ কোটির জনসংখ্যায় বড় অবদান রেখেছে এটা অচিরেই চীনকে ছাপিয়ে যাবে। ... ভারত ২০২৩ সালের মধ্যেই হবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ।’
বিশ্বের জনসংখ্যা ৭০০ থেকে ৮০০ কোটি হতে ১২ বছর। এই সময়ে ভারতের জনসংখ্যা বেড়েছে ১৭ কোটি। বর্তমানে ভারতের জনসংখ্যা ১৩৯ কোটির বেশি আর চীনের ১৪১ কোটির একটু বেশি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল