ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের সম্মেলনের ফাঁকে বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি হঠাৎ করেই বাতিল করা হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, শিডিউল জটিলতার কারণে ঋষি সুনাক-শি জিনপিং বৈঠকটি বাতিল হয়েছে। বুধবার এ দুই নেতার মধ্যে বৈঠকের জন্য নির্ধারিত সময়ে ‘পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ’ ইস্যু নিয়ে ব্যস্ত ছিলেন তারা।
বুধবার স্থানীয় সময় সকালে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে জি-২০ সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে তুমুল হৈ-চৈ শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, রাশিয়া পোল্যান্ডে হামলা চালিয়েছে। এরপর এ নিয়েই ব্যস্ত হয়ে যান তারা। যদিও পরবর্তীতে জানা যায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ইউক্রেনের সেনাদের ছোঁড়া মিসাইল পোল্যান্ড সীমান্তের ভেতর বিস্ফোরিত হয়। রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল