পোল্যান্ডের গ্রামে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি খুব সম্ভবত ইউক্রেন থেকে ছোড়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আন্দেজ দুদা এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
পোলিশ প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বিস্ফোরণ হতে পারে।’
এদিকে প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে তিন মার্কিন কর্মকর্তাও এমন আভাস দিয়েছেন।
গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। হামলার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে এর জন্য রাশিয়াকে দায়ী করা হয়। আর পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সে বিষয়ে কোনো ‘নিখুঁত প্রমাণ’ পাওয়া যায়নি।
বুধবার সংবাদ সম্মেলনে আন্দ্রেজ দুদা এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন, ‘এটি ইচ্ছাকৃত ছোড়া হয়েছে তেমনটি মনে করেন না তিনি।’ সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল