দীর্ঘ পাঁচ বছর পর উপসাগরীয় দেশ কুয়েত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদের মধ্যে চারজন কুয়েতের নাগরিক, একজন পাকিস্তান, সিরিয়ার একজন এবং বাকিজন ইথিওপিয়ার নাগরিক।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৭ সালের ২৫ জানুয়ারির পর এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত। ওই বছর (২০১৭ সালে) কুয়েত সরকার আড়াই শত বছর কুয়েত শাসনকারী রয়্যাল আল সাবাহ পরিবারের একজন সদস্যসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করে।
কুয়েতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
কুয়েতে ১৯৬০ এর দশকের মাঝামাঝি সময়ে মৃত্যুদণ্ডের বিধান প্রচলন শুরু হয়। সেই থেকে দেশটি ডজন ডজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। কুয়েত যাদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাদের অধিকাংশ হত্যা এবং মাদক পাচার মামলার আসামি।
বিডিপ্রতিদিন/কবিরুল