পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, মঙ্গলবার পোল্যান্ডে যা হয়েছে তার দায় রাশিয়ার। কারণ, এটা চলমান যুদ্ধের সরাসরি ফল (রেজাল্ট)। তবে ন্যাটো মহাসচিব বলেন, মিসাইল সম্ভবত ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর ছোড়া।
তিনি বলেন, গতকাল রাশিয়া ব্যাপক হামলা চালায়। ইউক্রেন হামলা প্রতিরোধের চেষ্টা করে। ন্যাটো মহাসচিবের বক্তব্য, ‘অবশ্যই রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ন্যাটো প্রস্তুতি নিচ্ছে বলেও জানান জেনস স্টোলটেনবার্গ। পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্রের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, এটা ইচ্ছাকৃত আক্রমণ নয়, ন্যাটো সদস্যরা এই বিষয়ে একমত হয়েছে। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল