পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোলান্ডের একটি গ্রামে মঙ্গলবার রাতে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এতে দু’জন নিহত হন। ঘটনার পর ইউক্রেন অভিযোগ করে, রাশিয়া হামলা করেছে। তবে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র খুব সম্ভবত ইউক্রেন থেকে এসেছে। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার হামলা প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সেই ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত তার দেশে পড়েছে ‘
এদিকে এই ঘটনায় বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ন্যাটো। সেখানে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। রাশিয়া ন্যাটোর সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ন্যাটো মহাসচিব বলেন, ন্যাটো সদস্যভুক্ত দেশে রাশিয়া সামরিক হামলার পরিকল্পনা করছে এমন ইঙ্গিত আমাদের কাছে নেই। পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র পড়েছে সেটা ইচ্ছাকৃত কোনো আক্রমণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেন জেনস স্টোলটেনবার্গ। তিনি বলেন, মঙ্গলবার পোল্যান্ডে যা হয়েছে তার দায় রাশিয়ার। কারণ, এটা চলমান যুদ্ধের সরাসরি ফল (রেজাল্ট)।
বিডিপ্রতিদিন/কবিরুল