ইউক্রেন সীমান্তে পোল্যান্ডের একটি গ্রামে মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এতে দুই ব্যক্তি নিহত হন। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
কিয়েভ থেকে আল জাজিরার প্রতিনিধি জোনাহ হল বলেছেন, মঙ্গলবার যুদ্ধের একটি ব্যাপক গতিশীল দিন। ইউক্রেনের বিভিন্ন টার্গেটে রাশিয়া শতাধিক মিসাইল নিক্ষেপ করে।
আল জাজিরার এই প্রতিনিধি বলেন, রাশিয়ার মিসাইল ইউক্রেনের ১২টি শহরে (প্রধানত বিদ্যুৎ স্থাপনায়) আঘাত হানে। শীত সামনে রেখে রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করার চেষ্টা করছে।
আল জাজিরার সাংবাদিক জোনাহ হল বলেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে পড়েছে এই তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে টালমাটাল অবস্থা কমছে। ন্যাটোর সদস্য দেশগুলো এখন সতর্কতা অবলম্বের আহ্বান জানাচ্ছে। তারা তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এই ঘটনা সংকট আরও বৃদ্ধি করল বলে মন্তব্য করেন তিনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল