আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিচেল মার্টিনসহ দেশটির ৫২ রাজনীতিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রাশিয়ার নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ‘তারা রুশবিরোধী প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালিয়েছেন। আয়ারল্যান্ডের এই ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না ‘
আল জাজিরার খবর অনুসারে, রাশিয়ার এই নিষেধাজ্ঞার মধ্যে আছেন আয়ারল্যান্ডের উপ প্রধানমন্ত্রী লিও ভারাদিকা, অর্থ এবং বিচার বিষয়ক মন্ত্রীসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা।
পশ্চিমা দেশের যেসব ব্যক্তি ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছে মস্কো তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বশেষ রাশিয়া আয়ারল্যান্ডের রাজনীতিক ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হিসেবে আয়ারল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়া ও আয়ারল্যান্ড পরস্পরের কূটনীতিকদের বহিষ্কার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল