যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত বুধবার জু ইয়ানজুন নামের এক চীনা নাগরিককে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মার্কিন বিমান ও মহাকাশ কোম্পানি থেকে বাণিজ্য বিষয়ক গোপনীয় তথ্য চুরির ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ওই ব্যক্তি। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ৪২ বছর বয়সী জু ২০১৮ সালে বেলজিয়ামে আটক হন। চীনা গুপ্তচর জু ইয়ানজুনকে ২০২১ সালের নভেম্বরে দোষী সাব্যস্ত করে মার্কিন আদালত। তার বিরুদ্ধে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি এবং বাণিজ্য বিষয়ক গোপন তথ্য চুরি করার ষড়যন্ত্র এবং চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল। গত বছর জুর বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘অতিরঞ্জন’ বলে আখ্যা দিয়েছিল চীন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘এই শাস্তি এ বিষয়ক অপরাধগুলো কতটা গুরুতর এবং চীন সরকার বা কোনো বিদেশি শক্তির দ্বারা আমাদের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি প্রতিরোধে তদন্ত ও বিচার বিভাগের মধ্যে যে দৃঢ়তা রয়েছে তার প্রমাণ’।
বিডি প্রতিদিন/ফারজানা