যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া কোনও দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই মন্তব্য করেছেন।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি২০’র সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ঘন ঘন বৈঠক হওয়া উচিত। এতে নতুন বিশ্বযুদ্ধ প্রতিরোধ করা যাবে।
জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকের পর তুরস্কের মার্কিন বি-১৬ জঙ্গিবিমান কেনা সংক্রান্ত সমস্যার শিগগিরই সমাধান হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল