রাশিয়া অভিযোগ করে বলছে, যুদ্ধ বন্ধে ‘সমঝোতা’ নিয়ে ইউক্রেন ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করছে। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘প্রথমে তারা সমঝোতা করে, তারপর তারা বলে সমঝোতা করবে না। এরপর তারা কোনো প্রকার সমঝোতা করা যাবে না মর্মে আইন পাস করে। এরপর তারা আবার বলে, সমঝোতা করবে কিন্তু সেটা গণ-সমঝোতা।’
দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের গণ সমঝোতা বোঝা কঠিন। গণ সমঝোতা বলে কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, একট বিষয় নিশ্চিত যে, ইউক্রেনীয়রা কোনো সমঝোতা চায় না।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়ার উদ্বেগ বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে উৎসাহিত করতে পারে।
শীত আসন্ন অথচ রাশিয়ার হামলায় ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান চলছে এবং এটা আবহাওয়া কিংবা জলবায়ুর ওপর নির্ভর করবে না। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল