২৯ নভেম্বর, ২০২২ ১৬:৩৯

বিমানের ইঞ্জিনে প্রথম হাইড্রোজেন জ্বালানি, সফল পরীক্ষার দাবি রোলস রয়েসের

অনলাইন ডেস্ক

বিমানের ইঞ্জিনে প্রথম হাইড্রোজেন জ্বালানি, সফল পরীক্ষার দাবি রোলস রয়েসের

সংগৃহীত ছবি

প্রথমবারে মতো বিমানের ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রথমবারের মতো হাইড্রোজেন ব্যবহারের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে বিমান কোম্পানি ‘ইজি জেট’ ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস।

তাদের দাবি, বিমান ইঞ্জিনে জ্বালানি হিসেবে হাইড্রোজেনের ব্যবহার করা ঘটনা বিশ্বে এটাই প্রথম। 

বিমানের জ্বালানিকে পরিবেশবান্ধব করতে কোম্পানি দুইটি এই উদ্যোগ নিয়েছে। যৌথ বিবৃতিতে কোম্পানি দু’টি জানিয়েছে, ‘আধুনিক বিমানের ইঞ্জিনে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করে উড্ডয়ন জগতে এক নতুন মাইলফলক রচিত হয়েছে।’

রোলস রয়েসেরে প্রত্যাশা ১৫ টি জেট ইঞ্জিনে এই জ্বালানি ব্যবহারে পরীক্ষা চালানো হবে। 

এই ঘটনাকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে ব্রিটেনের ব্যবসা ও জ্বালানি মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস। তিনি বলেন, ‘এটা একটি সত্যিকারের ব্রিটিশ সফলতার গল্প।’ এতে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য মাত্রায় কমবে বলেও প্রত্যাশা করেন তিনি।


সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর