ইউক্রেনে রুশ সেনাদের পাশাপাশি যুদ্ধ করছে রাশিয়ার সংখ্যালঘু চেচেন এবং বুরিয়াতি সম্প্রদায়। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস এই দুই সম্প্রদায় নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেনে যুদ্ধরত সেনাদের মধ্যে চেচেন এবং বুরিয়াতিরা সবচেয়ে নিষ্ঠুর।
সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, রাশিয়ার সেনারাই সম্ভবত সবথেকে নিষ্ঠুর। কিন্তু এটা রাশিয়ার সংস্কৃতি নয় যেমনটি চেচেন এবং বুরিয়াতিদের সংস্কৃতি।
রাশিয়ার নৃগোষ্ঠী চেচেনরা দক্ষিণ রাশিয়ার চেচনিয়ায় বসবাস করে। ইউক্রেন যুদ্ধে চেচেন নেতা রমাজান কাদিরভ ব্যাপক সমর্থন দিচ্ছেন। যুদ্ধে নিজের দুই ছেলেকে পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি। অন্যদিকে বুরিয়াতি নৃগোষ্ঠীরা পূর্ব সাইবেরিয়া অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলের সঙ্গে মঙ্গোলিয়ার সীমান্ত রয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পোপ ফ্রান্সিস একাধিকবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল