৩ ডিসেম্বর, ২০২২ ১২:৪৬

পুতিন-বাইডেন আলোচনার সম্ভাবনা নিয়ে যা বলল হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক

পুতিন-বাইডেন আলোচনার সম্ভাবনা নিয়ে যা বলল হোয়াইট হাউস

জো বাইডেন (বামে) ও ভ্লাদিমির পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে শর্তসাপেক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে বসা নিয়ে গুঞ্জন চলছে তা নিয়ে এবার বক্তব্য দিল হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এখনই আলোচনায় বসার কোনও ইচ্ছা নেই বাইডেনের।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি সাংবাদিকদের এ কথা বলেন।

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য বাইডেন।

এ সময় তিনি বলেন, রুশ নেতা পুতিন যদি যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে চান, তাহলে তিনি সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বাইডেন জনসম্মুখে পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। এই যুদ্ধের কারণে বিশ্বে কূটনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।

তবে বাইডেনের এই শর্তমূলক প্রস্তাবে রাজি হয়নি রাশিয়া। বরং পাল্টা শর্ত দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, রুশ অধিকৃত অঞ্চলগুলো স্বীকৃতি দিলেই কেবল এমন আলোচনা হতে পারে। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর