সরকারবিরোধী বিক্ষোভের জেরে আফ্রিকার দেশ চাদে ৪০১ জনকে বিচারের মুখোমুখি করা হয়। এরমধ্যে ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, অক্টোবরে চাদে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভের জেরে মোট ৪০১ জনকে কোরো টোরো কারাগারে রাখা হয়।
সোমবার এক সংবাদ সম্মেলনে পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) মোসা ওয়েদ জিবরিন বলেন, ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৮০ জনকে সাময়িক মেয়াদে দণ্ড এবং ৫৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
চারদিন শুনানি শেষে শুক্রবার বিচারকার্য শেষ হয়। শুনানিতে শুধুামাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে খবর সংগ্রহ করতে অনুমতি দেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে অননুমোদিত সমাবেশ, সম্পত্তি ধ্বংস এবং অগ্নি সংযোগের অভিযোগ আনা হয়। আসামি পক্ষের আইনজীবীরা এই বিচারকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল