ঘূর্ণিঝড় মানদৌসের দাপটে ভারতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতির আভাস পাওয়া গেছে। শুক্রবার দিবাগত মধ্যরাত ২টা নাগাদ ঘূর্ণিঝড় মানদৌস আছড়ে পড়ে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে। সেসময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।
শুক্রবার এই ঝড় পৌঁছায় মহাবালিপুরমের কাছে। পরে শনিবার ভোরের দিকে এই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব কাটতে না কাটতেই এবার নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা জানাল ভারতের আবহাওয়া অফিস।
অনুকূল পরিস্থিতি তৈরি হলে আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড়। ভারতের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কতটা শক্তিশালী হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, এ সব বিষয়ে নজর রাখা হয়েছে।
ভারতের আবহাওয়া বিজ্ঞানী উমাশঙ্কর দাস টুইটারে লিখেছেন, আসছে ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিপাক। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ওই ঘূর্ণিপাক নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। যদিও ঘূর্ণিঝড় তৈরি হবেই- এমন কথা নিশ্চিত ভাবে কেউ বলেননি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক