ইসরায়েলি সেটেলারের (অবৈধভাবে বসতি স্থাপনকারী) গাড়ি চাপায় দুই ফিলিস্তিনি সহোদর নিহত হয়েছে। পশ্চিম তীরের তল্লাশি চৌকির কাছে এই ঘটনা ঘটে।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত দুই সহোদর হলো মোহাম্মেদ এবং মুহান্নাদ মুতাইর।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, দক্ষিণ নাবলুসের জাতারা তল্লাশি চৌকির কাছে গাড়ি চাপায় তারা নিহত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেরুজালেমের গভর্নর দপ্তরের পরিচালক জাকারিয়া ফায়ালা বলেন, মোহাম্মেদের লাশ নাবলুসের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মুহান্নাদ মারা যাওয়ার আগে হাদাসা হাসপাতালে পাঠানো হয়। জাকারিয়া ফায়ালা বলেন, দুই সহোদর আরও তিন ভাইবোনসহ ভ্রমণ করছিল। এ সময় ইহুদি এক সেটেলার তার গাড়ি ইচ্ছাকৃতভাবে তাদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই মুহাম্মেদ নিহত হন। ঘটনার হোতা সঙ্গে সঙ্গে পালিয়ে যান। গাড়ির চাকায় মুহান্নাদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের মাত্রা বাড়িয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল