সম্প্রতি নিজেদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ইউক্রেনের হাতে তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার নাম ‘প্যাট্রিয়ট’ অর্থাৎ দেশ প্রেমিক।
এবার আমেরিকার সেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দিলেন পুতিন।
এ ব্যাপারে পুতিন এতটাই প্রত্যয়ী যে, তিনি এই প্রসঙ্গে বলেছেন, “আমরা ১০০ শতাংশ নিশ্চিত যে ওই ব্যবস্থাকে আমাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেবে।
রুশ টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন পুতিন।
রবিবারই বড়দিনের বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধের জন্য তাদের অনেক মূল্য চোকাতে হলেও, ইউক্রেনবাসী লড়াই চালিয়ে যাবেন।
পুতিনও সাক্ষাৎকারে জানিয়েছেন, আত্মরক্ষার জন্য লড়াই করছে রাশিয়া। একই সঙ্গে তিনি জানিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য আপোস করতেও রাজি রাশিয়া। কিন্তু আমেরিকা-সহ পশ্চিমা শক্তিবর্গ এই যুদ্ধ চালিয়ে যেতে চায় বলে অভিযোগ তার। সূত্র: দ্য টেলিগ্রাফ
বিডি প্রতিদিন/কালাম