২৬ ডিসেম্বর, ২০২২ ১০:১৯

র‌্যাপার ইয়াসিনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ ইরানের আদালতের

অনলাইন ডেস্ক

র‌্যাপার ইয়াসিনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ ইরানের আদালতের

র‌্যাপার সামান সায়দি ইয়াসিন

ইরানের সুপ্রিম কোর্ট র‌্যাপার সামান সায়দি ইয়াসিনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেছেন। দেশটির বিচার বিভাগ শনিবার এ তথ্য জানিয়েছে।

কুর্দি জনগোষ্ঠীর সদস্য ইয়াসিন অসমতা, নির্যাতন ও বেকারত্ববিরোধী কথা দিয়ে র‌্যাপ সংগীত গেয়ে থাকেন। তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টায় অভিযুক্ত করা হয়েছে।

 চলমান সরকারবিরোধী বিক্ষোভে সড়কে আগুন জ্বালানো ও তিনটি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রাথমিকভাবে ইয়াসিনের পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কোবাদলো নামের আরেক বিক্ষোভকারীর আপিল গ্রহণের কথা জানানো হয়। তবে পরবর্তী সময়ে বার্তা সংস্থা মিজানকে জানানো হয়, কোবাদলোর আবেদন গৃহীত হয়নি।

কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সেপ্টেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে। বিক্ষোভ–সংশ্লিষ্ট ঘটনায় চলতি মাসের শুরুতে দুই তরুণকে প্রকাশ্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গ্রেফতার করা হয়েছে নারী-শিশুসহ ১৪ হাজারের বেশি মানুষকে। সূত্র: গার্ডিয়ান

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর