৫ জানুয়ারি, ২০২৩ ১১:৩৭

অর্থনৈতিক অনিশ্চয়তা, ১৮ হাজার কর্মী ছাটাই করবে অ্যামাজন

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক অনিশ্চয়তা, ১৮ হাজার কর্মী ছাটাই করবে অ্যামাজন

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি ও ইকমার্স প্রতিষ্ঠান অ্যামাজন অর্থনৈতিক অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে ১৮ হাজারের বেশি কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। বুধবার কোম্পানিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বিবৃতিতে বলেছেন, নভেম্বরে (২০২২ সালের) নেওয়া সিদ্ধান্ত আজকে আমরা শেয়ার করছি। আমরা ১৮ হাজারের বেশি কর্মীকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছি।

কোম্পানিটির প্রধান নির্বাহী আরও বলেছেন, তাদের এই সিদ্ধান্ত অনেক মানুষকেই কঠিন অবস্থার মধ্যে ফেলবে।

জ্যাসি বলেছেন, ‘যারা এই সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখে পড়বে আমরা তাদের সহায়তায় কাজ করবো। তাদেরকে বিশেষ প্রণোদনাও দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্য বিমাসহ তাদের ভিতরগত চাকরিতে রিপ্লেস করার চেষ্টা থাকবে।’

যাদের চাকরিচ্যুত করা হচ্ছে তাদেরকে ১৮ জানুয়ারি থেকে জানিয়ে দেবে অ্যামাজন। 

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর