মিয়ানমারের উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য আলোচিত-সমালোচিত। মিয়ানমারের জান্তা স্বাধীনতা দিবসে তাকে সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছে।
বুধবার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে মিয়ানমার। দিবসটি সামনে রেখে গত মঙ্গলবার মিয়ানমারের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর একটি বিবৃতিতে ভিক্ষু উইরাথুসহ শতাধিক ব্যক্তিকে সম্মানজনক ‘থাইরি পিয়ানছি’ পুরস্কার দেওয়ার কথা জানায়।
রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘৃণা ছড়িয়ে আসছেন ভিক্ষু উইরাথু। তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মালিকানায় থাকা ব্যবসা বর্জন করা এবং মুসলিমদের সঙ্গে বৌদ্ধদের বিয়ে নিষিদ্ধ করার দাবি তুলে আলোচনায় এসেছিলেন। ২০১৩ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি ছাপা হয়েছিল। ওই প্রচ্ছদে তাকে ‘বৌদ্ধসন্ত্রাসের মুখ’ হিসেবে চিহ্নিত করা হয়।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে মিয়ানমারের জান্তা সরকার ৭ হাজার ১২ জন কারাবন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এসব বন্দীর মধ্যে রাজনৈতিক নেতা-কর্মীরা আছেন কি না, তা জানা যায়নি।
মিন অং হ্লাইং মিয়ানমারে বহু দলের অংশগ্রহণে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন আয়োজন করার কথা বলেছেন। সূত্র: আল জাজিরা