পদত্যাগ করতে পারেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। আগামী সপ্তাহে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলে সংবাদ প্রকাশ করেছে জার্মানির বেশ কয়েকটি গণমাধ্যম।
নববর্ষের প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েন ক্ষমতাসীন এসপিডির এই নারী রাজনীতিবিদ। ধারণা করা হচ্ছে, এই সমালোচনার জেরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
সূত্রের নাম উল্লেখ না করে জার্মান সংবাদপত্র বিল্ড এবং জ্যুড ডয়চে সাইটুং জানায়, আগামী সপ্তাগে তিনি পদত্যাগ করতে পারেন। তবে সরকারের এক মুখপাত্র বিষয়টি ‘গুজব' জানিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন। ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে। সমালোচকেরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন মিসাইল আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী।
এমন ভিডিও দেওয়ার কারণে সংসদের বিরোধী দল সিডিইউ প্রতিরক্ষামন্ত্রীকে টোন-ডেফ অর্থাৎ এমন ব্যক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করে।
যদিও সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ শলৎস বলছেন, প্রতিরক্ষামন্ত্রী ল্যামব্রেশটের উপর তার উপর আস্থা রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয়। এর আগে গত মে মাসে তার ২১ বছরের ছেলে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে উত্তর জার্মানির অবকাশ যাপনের দ্বীপে সিল্টে গিয়েছিলেন। এ নিয়ে সেসময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন লামব্রেশট।
পদত্যাগ করলে তিনিই হবেন চ্যান্সেলর ওলাফ শলৎসের মন্ত্রলালয় থেকে পদত্যাগ করা প্রথম জ্যেষ্ঠ সদস্য।
সূত্র : ডয়চে ভেলে।
বিডি-প্রতিদিন/বাজিত