১৭ জানুয়ারি, ২০২৩ ১৬:১৫

সেনাপ্রধান স্বচ্ছ নির্বাচন করবেন, আশা ইমরান খানের

অনলাইন ডেস্ক

সেনাপ্রধান স্বচ্ছ নির্বাচন করবেন, আশা ইমরান খানের

ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে অনুরোধ করেন।

সোমবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, আমি আশা করব বর্তমান সেনাপ্রধান একটি স্বচ্ছ জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করবেন। কারণ, সেনাবাহিনী ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের হাতে এত ক্ষমতা নেই

 সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন পিটিআই চেয়ারম্যান।

 এদিকে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা গ্রেফতারি পরোয়ানা গতকাল স্থগিত করেছেন লাহোর হাইকোর্ট।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর