শিরোনাম
২৬ জানুয়ারি, ২০২৩ ১৭:৪৭

ইউক্রেনে পশ্চিমাদের ‘প্রকাশ্য সম্পৃক্ততা’ দেখছে রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনে পশ্চিমাদের ‘প্রকাশ্য সম্পৃক্ততা’ দেখছে রাশিয়া

ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি

ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিয়েভকে আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। বৃহস্পতিবার ক্রেমলিনের ‍মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেছেন, কিয়েভে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি পশ্চিমাদের ইউক্রেনে প্রকাশ্য সম্পৃক্ততার প্রমাণ। যুদ্ধে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সম্পৃক্ততা বাড়ছে বলেও মন্তব্য করেন পেসকভ। বিবৃতিতে আরও বলা হয়েছে, খোলাখুলিভাবে আমরা এই সিদ্ধান্তের সঙ্গে (ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত) দ্বিমত পোষণ করি। 

উল্লেখ্য, বুধবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। এ ঘোষণার ফলে অন্য দেশও চাইলে ইউক্রেনে লেপার্ড ট্যাংক রপ্তানি করতে পারবে।

এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলে, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করে, তবে তা যুদ্ধক্ষেত্রে ধ্বংস করা হবে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর