সন্দেহজনক চীনা গোয়েন্দা বেলুন উড়তে দেখা গেছে মার্কিন আকাশে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকেই এই খবর দেওয়া হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে দেখতে পাওয়া এই সন্দেহজনক বেলুন নিয়ে সতর্ক অবস্থানে মার্কিন প্রশাসন। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ বিষয়ে আত্মবিশ্বাসী যে ওই বেলুন চীনের মালিকানাধীন। সম্প্রতি মনটানা রাজ্যের আকাশে ওই বেলুন দেখা যায়।
মার্কিন সামরিক বাহিনী বেলুনটি ভূপাতিত করেছে বলে জানানো হয়। তবে চীন বলছে, যাচাইবাছাই না করে এই ঘটনায় কোনোভাবেই যেন বেইজিংকে জড়ানো না হয়।
বেলুনটিকে মনটানায় পৌঁছানোর আগে আলাস্কার ও কানাডার ওপর দিয়েও উড়তে দেখা গেছে বলে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা।
এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় যুদ্ধ বিমানও প্রস্তুত রাখা হয়েছিল। হোয়াইট হাউজ থেকে দেওয়া হয়েছিল বেলুনটিকে ভূপাতিত করার নির্দেশ।
শুক্রবার কানাডা বলেছে, বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। তবে এই ঘটনায় চীন সংযোগের বিষয়ে কিছু বলে জাস্টিন ট্রুডোর প্রশাসন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিবেদন/নাজমুল